দীর্ঘ ১৮ বছর পর বড় পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপি করিম। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ইন্দ্রনীল রায়চৌধুরী পরিচালিত ‘মায়ার জঞ্জাল’ সিনেমা নিয়ে দুই বাংলায় একসঙ্গে হাজির হয়েছেন তিনি।
এরইমধ্যে ছবিটি বোদ্ধামহলে বেশ সাড়া ফেলেছে। কলকাতায় হাউজফুল হচ্ছে একের পর এক শো। তবে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ছবিটির জন্য দর্শকস্রোত আশানুরূপ দেখা যাচ্ছে না।
আর এই নিয়ে হতাশা প্রকাশ করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। একই সঙ্গে সিনেমাটির প্রশংসাও করেছেন তিনি।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকে এক পোস্টে জয়া লেখেন,”মায়ার জঞ্জাল’ ছবিটা মুক্তি পেয়েছে। বাংলাদেশের সিনেমা হলে চলছে। আমাদের দেশে যাঁরা ভালো ছবির জন্য তৃষ্ণার্ত, এমন একটি অপূর্ব ছবি নিয়ে তাঁদের নীরবতায় আমি খুবই আশ্চর্য হয়েছি, যৌথ প্রযোজনার এই ছবিটি তো আমাদেরও, নাকি? অপি করিম আর সোহেল মণ্ডল এর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে। ছবিটির মূলে আছে বাংলা ভাষার জাদুকর লেখক মানিক বন্দ্যোপাধ্যায়।’
‘মায়ার জঞ্জাল’ নিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের নাগরিক সমাজের একেবারে প্রান্তে জীবনযাপন করা কিছু মানুষের এমন মায়াভরা সিনেমা আমি দেখিনি। জীবনের কঠিন কষাঘাত তাদের ম্রিয়মাণ, তিক্ত আর বাঁকা করে তুলেছে। কিন্তু সব ছাপিয়েও মমতা কীভাবে শেষ পর্যন্ত মানুষকে মানুষের সঙ্গে বেঁধে রাখে—সেই গল্পই দেখিয়েছেন পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরী।’
উল্লেখ্য, ঢাকার অপি করিম ও সোহেল মণ্ডল ছাড়াও কলকাতার ঋত্বিক চক্রবর্তী, ব্রাত্য বসুসহ দুই বাংলার আরো অনেক শিল্পীরা এতে অভিনয় করেছেন।
এমি/দীপ্ত