বুধবার, অক্টোবর ১, ২০২৫
বুধবার, অক্টোবর ১, ২০২৫

অপারেশন ‌ডেভিল হান্ট; সারা দেশে গ্রেপ্তার ৭৬৯ জন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সারা দেশে অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় ৭৬৯ জন গ্রেপ্তার হয়েছেন। বিশেষ এ অভিযানসহ অন্যান্য অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৫৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এতে সবমিলিয়ে সারা দেশে গ্রেপ্তার হলেন ১ হাজার ৩৪১ জন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

এতে জানানো হয়, এ সময়ে একটি দেশীয় একনলা বন্দুক, দুইটি কার্তুজ, চারটি রামদা, দুইটি চাপাতি, একটি ছুরি, একটি এলজি ও একটি কেঁচি উদ্ধার করা হয়েছে।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে ছাত্রজনতার ওপর হামলার ঘটনা ঘটে। এ হামলার ফলে বেশ কয়েকজন হতাহত হন, যাদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

হামলার এ ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত হয়।

আল

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More