অপহরণের এক মাস পর সুনামগঞ্জের ভারত সীমান্ত থেকে উদ্ধার করা হয়েছে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসিবুর রহমান হিমেলকে। একইসাথে অস্ত্রসহ ৫ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ঢাকায় সংবাদ সম্মেলনে র্যাব জানায়, অপহরণকারীদের সহায়তা করেছে হিমেলের গাড়ি চালক।
র্যাব জানায়, একটি বিদেশি নম্বর ব্যবহার করে নির্যাতনের ভিডিও হোয়াটস অ্যাপে পাঠানো হয় হিমেলের মায়ের কাছে। শুরুতে মুক্তিপণ চাওয়া হয় দুই কোটি টাকা। সবশেষে চূড়ান্ত হয় ৩০ লাখ টাকা। ৬ জানুয়ারি হিমেলের মায়ের করা মামলা ধরে তদন্ত শুরু করে র্যাব।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর রাজধানীর উত্তরা থেকে অপহরণ করা হয় হিমেলকে। এরপর সুনামগঞ্জের তাহিরপুরে নিয়ে মুক্তিপণের দাবিতে নির্যাতন করা হয় তার উপর।
আরও পড়ুন: খাগড়াছড়িতে অপহরণ–মুক্তিপণ আদায় চক্রের ৩ সদস্য আটক
এসএ/দীপ্ত নিউজ