ফেনীতে অপহরণ ও মুক্তিপণ দাবীর অভিযোগে আবদুল্লাহ আল ফিরোজ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী।
অপহরণের শিকার শামীম বলেন, সদর উপজেলার তেমুহনী এলাকায় শাপলা কমিউনিটি সেন্টারের সামনে থেকে মঙ্গলবার দুপুরে মোটরসাইকেলযোগে তিনি বাড়িতে যাওয়ার সময় আসামীরা টানাহেঁচড়া ও মারধর করে ভয়ভীতি প্রদর্শন করে টমটমযোগে নির্জন স্থানে নিয়ে যায়। পরে তাদের কাছে থাকা মোবাইল ও টাকা নিয়ে নেয়। তাদের মুক্তিপণ আদায়ের জন্য পরিবারে ফোন করে। মুক্তিপণ আদায়ের লক্ষ্যে প্রাণনাশের হুমকি দেয় আসামীরা।
পুলিশ জানায়, গ্রেপ্তার যুবকের নাম আবদুল্লাহ আল ফিরোজ (৩২)। তিনি ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা এলাকার বাসিন্দা নুর নবীর ছেলে। উদ্ধার হওয়া যুবক হলেন– ফেনী জেলার সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের শামছুল হকের ছেলে মো. শামীম পাটোয়ারী (৩০)। ঘটনায় অপহৃত শামীম পাটোয়ারীর স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে করা মামলায় অপহরনের আসামীরা হলেন– মো. এরশাদ (৩০), রাকিবুল ইসলাম (২৫) ও মো. মহিন (২৭)।
এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃত আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।
আবদুল্লাহ আল–মামুন/শায়লা/দীপ্ত নিউজ