শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

অন্যের জমি কেটে রাস্তা নির্মাণের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সাভারের আশুলিয়ায় অন্যের জমি জোরপূর্বক কেটে বিলের উপর মাটি ফেলে সরকারি একটি সড়ক তৈরি করার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় থানা ও পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী জমির মালিক। মঙ্গলবার (০৪ এপ্রিল) দুপুরে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের বিজয়নগর গিয়ে মাটি কাটার দৃশ্য দেখা গেছে।

অভিযুক্ত সাইফুল আলম সোহাগ সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য ও আশুলিয়া থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, আশুলিয়া থানার সেনওয়ালীয়া মৌজায় জালালাবাদ ব্রিকস এন্ড টাইস ইন্ড্রাস্ট্রিস লিমিটেড কয়েকটি দাগে ৫৪.২৯ শতাংশ জমি একোয়ার সূত্রে মালিক হয়ে সেই জমিটিতে সুপ্রিম কোর্টে একটি লিপটু মামলা চলমান রয়েছে। এই সুযোগে স্থানীয় ইউপি সদস্য মো: সোহাগ মেম্বার সে জমিতে মাঝে মধ্যে ভেকু দিয়ে শত শত ট্রাক মাটি কেটে নিয়ে যায়। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে সোহাগ মেম্বার প্রাণ নাশের হুমকি দেয়।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য সাইফুল আলম সোহাগ বলেন, গকুলনগর থেকে কুঁঁরগাও ১ হাজার ৫০ ফিট দৈর্ঘ্য একটি সড়ক তৈরি করেছি। এতে দুই অঞ্চলের সংযোগ স্থাপন হবে। আমি সড়কটির সভাপতি। আমরা যেখান থেকে মাটি আনছি সেই জমিতে যদিও একটু জটিলতা রয়েছে। যেহতু ওই জমির মালিক দুই পক্ষ তাই কিছু কৌশল অবলম্বন করেই আমাদের মাটিটা আনতে হয়েছে৷

সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জিল্লুর রহমান রাশেদ বলেন, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের বিশেষ অনুদানে এই সড়কটি নির্মানের জন্য বরাদ্দ ৩৩ লাখ টাকা দেওয়া হয়েছে। সড়কটির মাঝখানে একটি ৩৯ ফিট কালভাটও থাকবে৷ আমি ওই সদস্যের সাথে কথা বলবো মামলা জটিলতা সংক্রান্ত জমি থেকে মাটি রাস্তায় না দেয়।

অভিযোগের বিষয়ে আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন বলেন, আমরা এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তবে বিবাদী পক্ষ স্থানীয় জনপ্রতিনিধি হওয়ায় একটি সরকারি ট্রেনিং এ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে দুই পক্ষের জমির কাগজ পত্র পর্যালচনা করে পরিবর্তন সিন্ধান্ত নেওয়া হবে।

 

এমি/দীপ্ত

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More