অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, “নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি ইতিমধ্যেই গঠন করা হয়েছে। আশা করা হচ্ছে, এবারের নির্বাচন হবে অসাধারণ। শিগগিরই ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে।”
মঙ্গলবার (২৯ অক্টোবর) জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্কের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আইন উপদেষ্টা বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনার অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সমর্থন জানিয়েছেন। সরকারের সংস্কার কার্যক্রম সন্তোষ প্রকাশ করেছেন।
আ.লীগ নেত্রী প্রসঙ্গে তিনি বলেন, “ আওয়ামী লীগ নেত্রী বিদেশ থেকে সন্ত্রাসী হুমকি দিচ্ছেন। গণহত্যার মতো ঘটনা ঘটানোর পর, অনুশোচনা ও বিচার ছাড়া এই দলের রাজনীতি করার অধিকার থাকা উচিত কি না, তা জনগণই সিদ্ধান্ত নেবে।”
প্রতিশোধ নয়, সুবিচার প্রতিষ্ঠা করা হবে মন্তব্য করে আইন উপদেষ্টা বলেন, বৈঠকে মানবাধিকার বিষয়কে গুরুত্ব ও মানবাধিকার কমিশন শক্তিশালী করার কথা বলেছেন তুর্ক। আইনি সব সহযোগিতা করবে মানবাধিকার সংস্থা। মৃত্যুদণ্ড বাতিলের বিষয়ে কোনো সুযোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
এসএ