‘আমরা স্বাধীন জার্নালিজমে বিশ্বাস করি। কারও স্বাধীনতায় আমরা এক ইঞ্চি আটকাবো না‘ বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রেস সচিব এই কথা বলেন।
শফিকুল আলম বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে ফ্রিডম অব প্রেস, স্পিচ, অ্যাসোসিয়েশন নিশ্চিত করা। কেউ বলতে পারবে না কাউকে আমরা একটা নিউজের ক্ষেত্রে মাথা ঘামিয়েছি। অনেকে বলছেন আমাদের সময়ে মামলা হচ্ছে, কিন্তু গিয়ে দেখেন আমরা কেউ এর মধ্যে আছে কি না।’
তিনি বলেন, ‘আমরা স্বাধীন জার্নালিজমে বিশ্বাস করি। আপনারা লেখেন, আমাদের ভুলত্রুটি না ধরায় দিলে জানবো কি করে। এপাশ ওপাশ দেখানোর দায়িত্ব সংবাদমাধ্যমের। আপনি জাস্ট সাংবাদিকতা করেন, যেটা এথিক্যাল জার্নালিজম, যাতে কোনো লোকজন ক্ষতিগ্রস্ত না হয়।’
প্রেস সচিব বলেন, ‘জুলাই ১৪ তারিখ থেকে আগস্ট ৫ তারিখ পর্যন্ত একটা ভয়াবহ সময় পার করেছি। মুখটাকে বন্ধ করতে যা ইচ্ছা তাই করেছে। অনেকে সাংবাদিকতা করতে গিয়ে তাদের দালালি করেছেন।’
‘এমন বাংলাদেশ চাই যেখানে কোনো গণমাধ্যমকর্মী যাতে আহত না হন‘ জানিয়ে শফিকুল আলম বলেন, যারা সংবাদপত্র চালান তাদের একটা বড় দায় রয়েছে। মালিকপক্ষ সাংবাদিকদের সেফটি ইকুইপমেন্ট পর্যাপ্তভাবে দেন না।’
অনেক সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাদ পড়েছে, সেটি রিভিউ করা হচ্ছে বলেও জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।
যারা বেতন দিতে পারবেন না, তাদের গণমাধ্যম না চালানোর আহ্বান জানিয়ে প্রেস সচিব বলেন, ‘অনেক বছর ধরে ওয়েজ বোর্ড গঠন হচ্ছে না। সাংবাদিকদের যদি ইনভেস্ট না করতে পারেন, বন্ধ করে দিন।’
এসএ