অনূর্ধ্ব–১৯ নারী টি–টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সে নিশ্চিত করল বাংলাদেশ।
বুধবার (২২ জানুয়ারি) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ড অনূর্ধ্ব–১৯ নারী দলকে ১৮ রানে হারিয়েছে ইয়াং টাইগ্রেসরা।
মালয়েশিয়ার ইউএসডি–ইউকেএম ওভাল স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২১ রানের পুঁজি পেয়েছিল বাংলাদেশ।
১২১ রানের পুঁজিতে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংসটি খেলেন অধিনায়ক সুমাইয়া আক্তার। ৩৬ বলে ২৯ রান করেন তিনি। এছাড়াও, আফিয়া আশিমা ২১ এবং জুয়াইরিয়া ফেরদৌসের ব্যাট থেকে আসে ২০ রান।
স্কটল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন নাঈমা শেখ এবং মাইসি মাসিয়ারা।
জবাবে ব্যাটিং করতে নেমে প্রথম ৪ ওভারে বিনা উইকেটে ১৯ রান তুলে ফেলে স্কটল্যান্ড। তবে ইনিংসের পঞ্চম ওভারে স্কটল্যান্ড হারায় ২ উইকেট। ওপেনার ইমা ওয়ালসিংহামকে আউট করেন আনিসা আক্তার, পিপা কেলি হন রানআউট।
সেখান থেকে দলকে টেনে তোলেন পিপা স্প্রাউল ও নিয়াম মুইর, গড়েন ৫০ রানের জুটি। হাবিবা ইসলামের বলে নিয়াম যখন ২২ রানে ফেরেন, তখন স্কটল্যান্ডের প্রয়োজন ছিল ৩২ বলে ৫৩ রান। এই জুটি ভাঙার পর দলটি ২০ ওভারে ৮ উইকেটে থেমে যায় ১০৩ রানে।
বাংলাদেশের হয়ে ৪ উইকেট নিয়েছেন লেগ স্পিনার মোসাম্মৎ আনিসা আক্তার সোবা। এছাড়া একটি করে উইকেট নেন হাবিবা ইসলাম পিংকি এবং নিশিতা আক্তার নিশি।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ১২১/৯(সুমাইয়া ২৯*, আফিয়া ২১; নায়মা ২/১৫, মাইসিয়ে ২/২৭)
স্কটল্যান্ড: ১০৩/৮(পিপ্পা ৪১, নিয়াম ২২; আনিসা ৪/২৫, হাবিবা ১/১৬)
এসএ