দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারকরণের জন্য ৫ম বাংলাদেশ–জাপান সরকারি–বেসরকারি যৌথ অর্থনৈতিক সংলাপ অনুষ্ঠিত হলো।
মঙ্গলবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় ১২ টা থেকে ২টা পর্যন্ত বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় অনলাইন প্লাটফর্মে এ যৌথ অর্থনৈতিক সংলাপ অনুষ্ঠিত হয়।
২০১৪ সালে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের মধ্য দিয়ে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্তের সূচনা হয় যার ধারাবাহিকতায় দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারকরণে বাংলাদেশ–জাপান সরকারি–বেসরকারি যৌথ অর্থনৈতিক সংলাপ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
ঢাকা প্রান্তে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনাব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া এ অর্থনৈতিক সংলাপে বাংলাদেশ দলের হয়ে নেতৃত্ব দেন। গভর্নর, বাংলাদেশ ব্যাংক, চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়; বাণিজ্য মন্ত্রণালয়; অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, কৃষি মন্ত্রণালয়, মৎস ও প্রানিসম্পদ মন্ত্রণালয়সহ অনেক সরকারি–বেসরকারি প্রতিষ্ঠান সংলাপে অংশগ্রহণ করেন।
এদেশে জাপানি বিনিয়োগ আকর্ষন ও সম্প্রসারনের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ হতে সকল প্রকার সহযোগিতা প্রদানের বিষয়ে বাংলাদেশের পক্ষ হতে জাপানকে আশ্বস্ত করা হয় এবং ইতোপূর্বে জাপানি বিনিয়োগকারীগন যেসকল বিষয়ে বাংলাদেশের দৃষ্টি আকর্ষণ করেছিলো তার বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়।
বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফরের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক নতুন মাত্রা লাভ করবে মর্মে আশা প্রকাশ করে উভয়পক্ষ ৫ম বাংলাদেশ–জাপান সরকারি–বেসরকারি যৌথ অর্থনৈতিক সংলাপ সমাপ্তি ঘোষণা করেন।
এফএম/দীপ্ত সংবাদ