জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার যে প্রক্রিয়ায় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন (টিভি) লাইসেন্স দিত, সেই একই প্রক্রিয়ায় নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেল অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। এগুলো হলো: ‘নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’।
মঙ্গলবার (৭ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, ‘নেক্সট টিভি‘ অনুমোদন দেওয়া হয় গত ২৪ জুন। এটি ‘৩৬ মিডিয়া লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত। প্রতিষ্ঠানের ঠিকানা– করাতিটোলা লেন, গেন্ডারিয়া, পুরান ঢাকা। ‘৩৬ মিডিয়া লিমিটেড’–এর ব্যবস্থাপনা পরিচালক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমান তুহিন।
তিনি ২০২৪ সালের ডিসেম্বর মাসে জাতীয় নাগরিক কমিটি সদস্য হিসেবে যোগ দেন। এর আগে তিনি একটি ইংরেজি দৈনিকের স্টাফ রিপোর্টার ছিলেন।
অন্যদিকে, গত ১৪ জুলাই ‘লাইভ টিভি’ লাইসেন্স পেয়েছেন আরিফুর রহমান নামে এক উদ্যোক্তা। তার প্রতিষ্ঠানের নাম ‘মিনার্ভা মিডিয়া লিমিটেড’। প্রতিষ্ঠানটির ঠিকানা– ১৪৩ নম্বর সড়ক, গুলশান–১।
আরিফুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে পড়াশোনা শেষ করেন। ছাত্রজীবনে তিনি একটি ইংরেজি দৈনিকের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ছিলেন। তিনি জাতীয় নাগরিক কমিটির সদস্য ছিলেন তবে এনসিপিতে যোগ দেননি।
নাম প্রকাশ না করার শর্তে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, নতুন টিভি অনুমোদন আগের প্রথা অনুযায়ী দেওয়া হয়েছে। আর সুনির্দিষ্ট নীতিমালা করার বিষয়টি প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, বর্তমানে দেশে অনুমোদিত বেসরকারি টিভি চ্যানেল সংখ্যা ৫০। এর মধ্যে ৩৬টি পূর্ণ সম্প্রচারে আছে। ১৪টি সম্প্রচারের অপেক্ষায় আছে। অনুমোদিত আইপি টিভির (ইন্টারনেট প্রটোকল টেলিভিশন) সংখ্যা ১৫।
এসএ