অনির্বাচিত সরকারের অধীনে আর কোন নির্বাচন হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শান্তিপুর্ণ আন্দোলন কর্মসূচিতে কোন বাধা দেয়া হবে না। তবে অরাজক পরিস্থিতি সৃষ্টি করলে, ছাড় দেয়া হবে না। এছাড়া রজমানে খাদ্যপণ্যের সংকট হবে না বলেও দেশবাসীকে অশ্বাস্ত করেন তিনি।
গত রবিবার (৫ জানুয়ারি) চলমান জাতীয় সংসদের ২১তম অধিবেশন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও বক্তব্য রাখেন বেশ কয়েকজন সংসদ সদস্য।
সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায়, মানুষের আর্থসামাজিক উন্নয়ন হয়েছে। জনগণের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দিতে পেরেছে আওয়ামী লীগ। কিন্তু যারা দেশে আবার অনির্বাচিত সরকার আনার ষড়যন্ত্র করছে, তারা প্রকৃতপক্ষে দেশের মানুষের কল্যাণ চায় না।
জনগণকে বিভ্রন্ত না হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। রমজানেও কোন সমস্যা হবে না বলে দেশবাসীকে আশ্বস্ত করেন সরকার প্রধান।
এরপর রাষ্ট্রপতির আদেশক্রমে স্পিকার শিরিন শারমিন চৌধুরী সংসদ অধিবেশন কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন ।