‘আমজনতার দল’র নিবন্ধনের দাবিতে অনশনরত তারেক রহমানকে অনশন ভেঙে আপিলের আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
রবিবার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
সচিব আরও বলেন, আপিল ছাড়া নিবন্ধন দেওয়ার সুযোগ নেই, তাই আমি আপিলের কথাই বলেছি।
সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে সচিব বলেন, আমরা চাই সব রাজনৈতিক দল ও অংশীজন আইনি কাঠামোর মধ্যে থেকে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিক।
তিনি আরও বলেন, ‘প্রবাসী ভোটার অ্যাপ’ লঞ্চের তারিখ পরিবর্তন হয়েছে। পূর্বনির্ধারিত ১৬ নভেম্বরের পরিবর্তে এখন ১৮ নভেম্বর অ্যাপটি উদ্বোধন হবে।
‘আমরা আগেই বলেছিলাম ১৬ নভেম্বর ‘আউট অব কন্ট্রিবিউটিং’ এবং ‘আইসি অ্যাপ’ লঞ্চ করা হবে। কিন্তু ১৬ নভেম্বর রোববার—বিশ্বের অধিকাংশ দেশেই সাপ্তাহিক ছুটি থাকে। তাই বিষয়টি বিবেচনা নিয়ে এখন ১৮ নভেম্বর লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছি। একইদিনে ইসি চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করবে। এজন্য দুটি অনুষ্ঠান একসঙ্গে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’