শুরু হলো অগ্নিঝরা মার্চ। ১৯৭১ সালের মার্চ, ঘটনাবহুল মাস। ১ মার্চ থেকে বিক্ষোভ, ৭ মার্চ ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাক, ২৫ মার্চ গণহত্যা এবং ২৬ মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা– প্রতিটি মুহূর্তই দেশের ইতিহাসে অবিচ্ছেদ্য অংশ।
১লা মার্চ, ১৯৭১। এদিনে জাতীয় পরিষদ–এর অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছিলেন তাৎকালীন পশ্চিম পাকিস্তানের পেসিডেন্ট ইয়াহিয়া খাঁন। তখন শেখ মুজিবুর স্থগিত ঘোষণার প্রসঙ্গে বলেছিলেন, ‘এটি পশ্চিম পাকিস্থানের ষড়যন্ত্রের জন্য অধিবেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। কিন্তু আমরা এটি নিরবে সহ্য করব না।’ তারপর মিছিল ডেকেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
কিন্তু একাত্তরের ১লা মার্চের সেই মিছিল ছিল একটু অন্যরকম। মাথার উপর গনগনে সূর্যের তাপ, মধ্য দুপুর ছিল তখন। সবাই নিজ ইচ্ছায় মিছিলে যোগদান করে ছিল শত শত মানুষ, ছিল না অস্ত্র তারপরও ছিল না কোন ভয়–ভীত।
রক্ত গরম করা স্লোগান দিচ্ছিল বাঙালিরা ”বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো”, ‘ইয়াহিয়ার মাথায় লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো‘, ‘ভুট্টোর মাথায় লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো।
যূথী/দীপ্ত সংবাদ