বিএনপি–জামায়াতের অগ্নি সন্ত্রাসের বিচারের দাবি জানিয়েছেন, ভুক্তভোগীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ। আগামী ৭ জানুয়ারির ভোটে গণতান্ত্রিক সরকার নির্বাচনের মাধ্যমে, মানবতাবিরোধী অপরাধের কঠোর জবাব দেওয়ার আহ্বান জানান তারা।
অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে বুধবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। বিএনপি জামাতের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে, মানবতার পক্ষে শীর্ষক মানববন্ধন কর্মসূচিতে, ভুক্তভোগীরা ছাড়াও অংশ নেন বিভিন্ন শ্রেণী–পেশার মানুষ। গণতন্ত্রের নামে যারা মানুষকে পুড়িয়ে মারে, তাদের ধিক্কার জানান বক্তারা।
নির্বাচন বানচালে সংঘটিত নাশকতায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরাও ছিলেন মানববন্ধনে। পোড়া শরীরে দগদগে ক্ষত নিয়ে অগ্নিসন্ত্রাসীদের অভিশাপ দেন তারা।
বিশিষ্ট নাগরিকেরা জানান, বিবেকের তাড়নায় তারা এই মানববন্ধনে যোগ দিয়েছেন। আগামীতে নিরাপদ বাংলাদেশ গড়তে, মানুষ পুড়িয়ে মারা কিংবা আইন–শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা বন্ধের আহবান জানান তারা।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তারানা হালিমের সঞ্চালনায়, মানববন্ধনে বক্তারা ৭ জানুয়ারি সবাইকে ভোট দেয়ার আহবান জানান।
আরও পড়ুন: বিএনপি জামায়াতকে দিয়ে অগ্নিসন্ত্রাসের ঘোষণা দিয়েছে : তথ্যমন্ত্রী
আল/ দীপ্ত সংবাদ