দেশের বিভিন্ন স্থানে অগ্নি দুর্ঘটনার পরিপেক্ষিতে ভবন মালিকদের সতর্ক করতে অভিযান শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন।
মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে শহরের পাইকপাড়া ও কুমারশীল মোড়ের বিভিন্ন বাণিজ্যিক ভবনে অভিযান চালনো হয়।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল হকের নেতৃত্বে এ সময় ফায়ার সার্ভিস ও পিডব্লিউডির কর্মকর্তারা তার সাথে ছিলেন।
প্রতিষ্ঠানে পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা আছে কিনা তা যাচাই করতে শহরের পাইকপাড়ার ঢাকা ফার্নিচার, মা ফার্নিচারসহ মোট ৫ টি প্রতিষ্ঠানে অভিযান চালায়। এসময় অগ্নি নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিসের নিদের্শনা নিয়ে পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা রাখার জন্য এসব প্রনিষ্ঠানসহ ভবন মালিকদেরও সতর্ক করা হয়।
এরপরও প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা না নিলে পরবর্তীতে এসব প্রতিষ্ঠানকে জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠান বন্ধ এবং অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল হক।
রিফাত/এসএ/দীপ্ত সংবাদ