বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশানেজাতীয় নির্বাচন এম্বাসেডরদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন,আগামী জাতীয় নির্বাচনকে ত্রুটিমুক্ত ও অংশগ্রহণমূলক দেখতে চান ইউরোপিয়ান ইউনিয়ন।
ওবায়দুল কাদের জানান, নির্বাচনের জন্য যতটুকু রিফর্ম হয়েছে তা শেখ হাসিনার অবদানের কারণে সম্ভব হয়েছে।তিনি আরো বলেন,জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য হবে। নির্বাচনের সময় সরকার ইসিকে সহায়তা করবে। তাছাড়া আওয়ামী লীগও অংশগ্রহণমূলক নির্বাচন চায়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সেলিম মাহমুদ, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।