বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

৫ জুলাই দুই দিনের সফরে গোপালগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী

দীপ্ত নিউজ ডেস্ক
4 minutes read

আগামী ৫ই জুলাই দুই দিনের সফরে গোপালগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্ন সহ অন্যান্য কার্যক্রম প্রায় শেষ করেছে কর্তৃপক্ষ। নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

শুক্রবার (৫ জুলাই) বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর প্রজেক্ট ক্লোজিং অনুষ্ঠানে যোগ দিতে জাজিরা পয়েন্টে যাবেন।

সেখানে অনুষ্ঠান শেষ করে জাজিরা থেকে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গোপালগঞ্জে পৌঁছে প্রথমে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর ৭৫ এর ১৫ ই আগস্ট নিহত সকল শহীদদের স্মরণে বিশেষ দোয়া এবং মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু সমাধিতে সংরক্ষিত মন্তব্য বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করার কথা রয়েছে। ৫ জুলাই রাতে তিনি বঙ্গবন্ধু ভবনে রাত্রিযাপন করবেন।

৬ জুলাই শনিবার বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত স্কুল টুংগীপাড়া জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করবেন তিনি। উদ্বোধন শেষে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করবেন। এরপরে তিনি নবনির্মিত আধুনিক টুঙ্গীপাড়া পৌর সুপার মার্কেট ঘুরে দেখবেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের উদ্যোগে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে নেমেছে। প্রধানমন্ত্রীর সফরকে সুন্দর ও সাফল্যমন্ডিত করার লক্ষ্যে জেলার বিভিন্ন প্রবেশপথে বসানো হয়েছে তল্লাশি চৌকি। পুরো টুঙ্গিপাড়া নিরাপত্তার চাদরে মুড়ে দেয়া হয়েছে।

স্থানীয় নেতাকর্মীগণ অপেক্ষায় আছে কখন তাদের প্রিয় নেত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এসে পৌঁছাবেন এবং তাকে বরণ করে নেবেন।

প্রধানমন্ত্রীর দ্বিতীয় দিনের কার্যক্রম শেষে ৬ জুলাই গোপালগঞ্জ থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা ফিরে আসবেন বলে জানা গেছে।

/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More