ট্রাকস্ট্যান্ডের নামে রাজধানীতে সড়ক দখল হচ্ছে হরহামেশাই। সৃষ্টি হচ্ছে যানজট, ফলে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। এ সমস্যা সমাধানে বিশেষজ্ঞদের পরামর্শ মানছে না সিটি করপোরেশন।
মেয়র চান ট্রাকস্ট্যান্ড রাজধানীতে রেখেই নগরের উন্নয়ন। আর মন্ত্রী চান তা মহানগরীর বাইরে রাখতে। তবে, কোন পরিকল্পনাই বাস্তবে রূপ নিচ্ছে না। ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আনিসুল হক ট্রাকচালকদের দখল থেকে সাতরাস্তা-ফার্মগেট সড়ক উদ্ধার করেন। মৃত্যুর পর তার নামেই হয় সড়কের নামকরণ। তবে, সড়কটি আগের অবস্থায় ফিরে গেছে।
রাজধানীজুড়ে প্রায় ২০টি জায়গায় সড়কের মাঝে অবাধে রাখা হয় ট্রাক। প্রায় ৫০ হাজার ট্রাকের জন্য অঘোষিত স্ট্যান্ড হয়ে উঠেছে সড়কের একপাশ। যা জনভোগান্তির অন্যতম কারণ। দুর্ভোগ কমাতে দ্রুত সিদ্ধান্ত নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।
ঢাকা উত্তরের আমিনবাজার এবং দক্ষিণ সিটির দয়াগঞ্জ ও ধোলাইখাল ট্রাক স্ট্যান্ড বৈধ। বাকি সবগুলো অবৈধ।