শনিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শনিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

অ্যাডোবির বিকল্প যেসব সফটওয়্যার

দীপ্ত নিউজ ডেস্ক
7 minutes read

সফটওয়্যার জগতে বেশ প্রভাবশালী ও জনপ্রিয় নাম অ্যাডোবি। তবে পেইড ভার্সন ছাড়া ফিচার ব্যবহারের সুবিধা না থাকায় সবার জন্য সফটওয়্যারটি রীতিমতো ধরাছোঁয়ার বাইরে।

তাই অ্যাডোবির বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে এমন কয়েকটি সফটওয়্যার সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক

. গিম্প: অ্যাডোবি ফটোশপের বিকল্প হিসেবে শীর্ষে থাকবে গিম্প। এতে ফটোশপের মতো হুবহু অনেক টুল ব্যবহার করা যায়। এ ছাড়া গিম্পে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য ইন্টারফেস, গ্র্যাফিক্স, মেকআপ বা ফ্রেমওয়ার্ক তৈরি করা যায়। তাই সফটওয়্যারটি অ্যাডোবির বিকল্প হিসেবে বহুল ব্যবহৃত।

. ইঙ্কস্পেস: ক্রিয়েটিভ ডিজাইনের ক্ষেত্রে অ্যাডোবি ইলাস্ট্রেটরের বিকল্প হতে পারে ইঙ্কস্পেস। সফটওয়্যারটি ইলাস্ট্রেটরের মতো হুবহু ইন্টারফেস ও টুল ব্যবহারের সুবিধা দিয়ে থাকে। এ ছাড়া ভেক্টর ও রাস্টার ফাইল তৈরি করা যায়। উইন্ডোজ কিংবা ম্যাক সব অপারেটিং সিস্টেমেই ব্যবহার করা যায় ইঙ্কস্পেস।

. দা ভিঞ্চি রিজলভ: ভিডিও সম্পাদনার জন্য দাভিঞ্চি রিজলভ একটি প্রিমিয়াম সফটওয়্যার। এর ফ্রি ভার্সনে কিছু প্রিমিয়াম কালার গ্রেডিং, নয়েজ রিডাকশন ও এআই টুল ব্যবহারের সুযোগ পাওয়া যায়। তবে এতে ৬০ এফপিএসে ফোরকের চেয়ে বেশি মানের ভিডিও এক্সপোর্ট করা যায় না।

. স্ক্রিবাস: যেকোনো ধরনের পৃষ্ঠাসজ্জার জন্য অ্যাডোবি ইনডিজাইন একটি জনপ্রিয় সফটওয়্যার। কিন্তু কোয়ার্ক এক্সপ্রেস বা অ্যাফিনিটি পাবলিসারের মতো এর দামও অনেক বেশি। এক্ষেত্রে ইনডিজাইনের বিকল্প হিসেবে ফ্রিতে স্ক্রিবাস ব্যবহার করা যাবে। এতেও পৃষ্ঠাসজ্জার সাধারণ ফিচারগুলোর পাশাপাশি ইনডিজাইনের মতো সিএমওয়াইকে কালার রেঞ্জ, স্পট কালার ও আইসিসি কালার ম্যানেজমেন্ট সুবিধা আছে।

. ক্যানভা: সামাজিক যোগাযোগমাধ্যম, ডিজিটাল মার্কেটিং কিংবা গ্র্যাফিক্স প্রজেক্টের ক্ষেত্রে অ্যাডোবি এক্সপ্রেসের ব্যবহার অত্যন্ত বেশি। তবে অ্যাডোবি এক্সপ্রেসের বিকল্প হতে পারে ক্যানভা। এ সফটওয়্যারে এক্সপ্রেসের মতো এআই টুল ব্যবহারের সুবিধা আছে।

. সেজডা: পিডিএফ রিডার সফটওয়্যার অ্যাক্রোব্যাটকে ক্রিয়েটিভ ডিজাইন টুল বলা হয়। সৃজনশীল নানা কাজে একে ব্যবহারের সুযোগ আছে। যেমন ইনডিজাইন বা স্ক্রিবাসে ডিজাইন করা ফাইল এতে ওপেন করা যায় এবং এডিট করা যায়। এর ফ্রি ভার্সনে ২০০ পৃষ্ঠা বা ৫০ মেগাবাইটের বেশি সাইজের ফাইল ওপেন করা যায় না।

. রথেরাপি: লাইট রুমের অনেক বিকল্প থাকলেও সেগুলোর অধিকাংশ ফ্রি নয় কিংবা ভালোভাবে কাজ করে না। এক্ষেত্রে রথেরাপিকে বেছে নিতে পারেন ব্যবহারকারীরা। এটিও উইন্ডোজ, ম্যাক ও লিনাক্সে ব্যবহার করা যায়। ব্যবহারকারী যদি রথেরাপির ইন্টারফেসের সঙ্গে মানিয়ে নিতে পারেন, তাহলে সফটওয়্যারটি তাকে ভালো সুবিধা দিতে পারে।

. লিনিয়ারিটি: একই সঙ্গে ইলাস্ট্রেটর ও আফটার ইফেক্টের বিকল্প হিসেবে কাজ করে লিনিয়ারিটি। এর লিনিয়ারিটি কার্ভ একটি ফ্রি ভেক্টর ড্রয়িং টুল। তবে এর অসুবিধা হলো ফ্রি সংস্করণে অডিও সমর্থন করে না এবং একসঙ্গে সীমিতসংখ্যক প্রজেক্টেই কাজ করা যায়।

 

এসএ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More