সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৫ হিজরি
সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৫ হিজরি

যেসব দেশে দেখা যাবে সূর্যগ্রহণ

দীপ্ত নিউজ ডেস্ক
3 minutes read

সূর্যগ্রহণ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে মানুষ। আগামী ৮ এপ্রিল এই বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব।

মহাকাশ বিষয়ক সংবাদমাধ্যম স্পেস ডটকম জানিয়েছে, ২০২৪ সালের প্রথম এই সূর্যগ্রহণ হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এর স্থায়িত্ব হতে পারে ৭ মিনিটেরও বেশি।

স্পেস ডটকম আরও জানিয়েছে, ৮ এপ্রিল স্থানীয় সময় বেলা ১১টা ৭ মিনিটে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে।

জ্যোতির্বিদরা বলছেন, ৮ এপ্রিল মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায় সম্পূর্ণ সূর্যগ্রহণ হবে। অর্থাৎ এসব অঞ্চল সম্পূর্ণ অন্ধকারে ঢেকে যাবে। এশিয়া থেকে এ বিরল সূর্যগ্রহণ দেখা যাবে না। তবে লাইভ স্ট্রিমের মাধ্যমে ঘটনাটি কিছুটা হলেও উপভোগ করার ব্যবস্থা থাকবে।

বিজ্ঞানীদের মতে, চন্দ্র ও সূর্য যখন কক্ষপথের একই সারিতে এসে পড়ে, তখন সূর্যগ্রহণ হয়। যখন সূর্যগ্রহণ হয়, তখন সূর্যের আলো সরাসরি চাঁদের গায়ে গিয়ে পড়ে। আর এ কারণে পৃথিবীতে চাঁদের ছায়া পড়ে। সূর্যগ্রহণের সময় চাঁদ অন্যান্য সময়ের চেয়ে পৃথিবীর কাছাকাছি থাকে।

উল্লেখ্য, সাধারণত ৫০ বছরের মধ্যে একবার এ ধরনের বিরল দীর্ঘ সময়ের সূর্যগ্রহণ দেখা যায়। এর আগে ১৯৭০সালে এ রকম বিরল সূর্যগ্রহণ দেখা গিয়েছিল।

 

এসএ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More