শনিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বিজ্ঞাপন
শনিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

প্যারিস অলিম্পিকে যুক্ত হয়েছে নতুন ২ ইভেন্ট

দীপ্ত নিউজ ডেস্ক
4 minutes read

পর্দা উঠছে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত প্যারিস অলিম্পিকের। ৩২ আসরের চেয়ে এবার যেমন নতুনত্ব থাকছে উদ্বোধনী অনুষ্ঠানে তেমনি নতুনত্ব থাকছে ইভেন্টেও।

অলিম্পিকের ৩৩তম আসরে যুক্ত হয়েছে, ব্রেকিং ও কায়াক ক্রশ নামের নতুন দুটি খেলা।

এবারই প্রথম অলিম্পিক গেমসে মাঠে গড়াবে ব্রেকিং। গণমাধ্যমের সাথে এই শব্দটা খুব পরিচিত। তবে ব্রেকিং মূলত ব্রেক ড্যান্সেরই ক্রীড়ারূপ। নয়জন বিচারকের পছন্দ অনুযায়ী বাজানো কোনো গানের তালে তালে নাচতে হবে অ্যাথলেটকে, যা আগে থেকে জানবেন না তিনি।

২০১৮ সালে বুয়েন্স আয়ার্সের যুব অলিম্পিকে প্রথম অন্তর্ভুক্ত করা হয় ব্রেকিংকে। এই খেলায় পুরুষ এবং মহিলা বিভাগে বিভিন্ন দেশ থেকে ১৬জন করে অংশগ্রহণ করবেন। প্রথমে হবে রাউন্ড রবিন লিগ। এরপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং মেডেল রাউন্ড। তবে ২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে থাকবে না এই ব্রেকিং খেলা।

নতুন যুক্ত হওয়া দ্বিতীয় খেলাটির নাম, কায়াক ক্রশ। যা মূলত পানির খেলা। এই ইভেন্টে একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন চার জন। একই র‌্যাম্পে থেকে লড়াই করতে হয় সবাইকে। নারীপুরুষ, দুবিভাগে থাকবে এ খেলা। এখানে স্বর্ণপদকের মূল দাবিদার বৃটেন এবং অস্ট্রেলিয়া। পদকের লড়াইয়ে থাকবে ইতালি, ফ্রান্স, চীন, আমেরিকার মতো দেশগুলোও।

পাশাপাশি প্যারিস অলিম্পিকে দ্বিতীয়বারের মতো যুক্ত হবে আরও চারটি ইভেন্ট। বেজবল, সফ্টবল এবং কারাতেএই তিনটি ডিসিপ্লিনকে দেখা যাবে না এবারের গেমসে।

আয়োজক দেশগুলো নিজের দেশের জনগণের চাহিদাকে প্রাধান্য দিয়েই বেশিরভাগ সময় সাজায় গেমস। ফলে যুক্তরাষ্ট্রে জনপ্রিয় বেজবল ইউরোপে থাকছে না, আবার ২০২৮ অলিম্পিকে ফিরবে বেজবল।

উল্লেখ্য, প্যারিসে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া উৎসবে ৩২ ডিসিপ্লিনে হবে ৩২৯টি ইভেন্ট। অংশ নেবেন মোট ১০ হাজার ৭১৪ জন অ্যাথলেট।

 

মোহাম্মদ হাসিব/এসএ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More