গত ৬ বছরে সাইনবোর্ডে একটি শব্দ পরিবর্তন ছাড়া, দৃশ্যত কোন অগ্রগতি নেই। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে সংশ্লিষ্টদের প্রত্যাশা, শিগগিরই এটি প্রতিবন্ধীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
প্রতিবন্ধী ব্যক্তিদের খেলাধুলা ও শরীরচর্চার জন্য, ২০১৬ সালে জাতীয় সংসদ ভবনের পশ্চিম পাশে, ৪ একর জায়গা বরাদ্দ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৬ বছরে শুধু সাইন বোর্ডেই আটকে আছে এটি। প্রথমে লেখা ছিল, “শুধুমাত্র প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উন্মুক্ত খেলার মাঠ।” ২০১৮ সালে দীপ্ত টিভিতে সংবাদ প্রচারের পর, সাইনবোর্ডে শুধু একটি শব্দ পরিবর্তন হয়েছে। উন্মুক্ত’র জায়গায় লেখা হয়েছে প্রস্তাবিত। কাজের অগ্রগতি বলতে এইটুকুই।
তবে আশার কথা শোনালো এই মাঠের তত্ত্বাবধানে থাকা জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন। শিগগিরই কাজ শুরু হবে বলে জানালেন, ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া সাভারে প্রতিবন্ধীদের জন্য একটি স্পোর্টস কমপ্লেক্স করা হবে বলেও জানান তিনি।