মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ক্যান্সারের কাছে হেরে গেলেন বাংলাদেশের সাবেক বোলিং কোচ স্ট্রিক

দীপ্ত নিউজ ডেস্ক
3 minutes read

 

বাংলাদেশের সাবেক বোলিং কোচ, জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিক ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন।

মঙ্গলবার (২২ আগস্ট) ক্যান্সারের কাছে হার মেনে ৪৯ বছরেই থেমে গেছে তার জীবনপ্রদীপ। বুধবার সকালে হিথ স্ট্রিকের সাবেক সতীর্থ হেনরি ওলেঙ্গা তার মৃত্যুর খবর নিশ্চিত করেন ।

জিম্বাবুয়ের সাবেক পেসার হেনরি ওলোঙ্গা সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সতীর্থের মৃত্যুর খবর জানিয়ে লিখেছেন, ‘দুঃখজনক সংবাদ যে হিথ স্ট্রিক পরলোকে পাড়ি দিয়েছেন। চির নিদ্রায় শান্তিতে থাক কিংবদন্তি। আমাদের দেশের সেরা অলরাউন্ডার। তোমার সঙ্গে খেলাটা আনন্দের ছিল। আমার বোলিং স্পেল শেষ হলে দেখা হবে।’

বেশ কিছুদিন ধরে লিভার ও কোলন ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন এ কিংবদন্তি। তবে দীর্ঘদিন জানা যায়নি এই মরণব্যাধির কথা। চলতি বছরের মে মাসে প্রকাশ পায় ক্যান্সারের খবর। তখন চিকিৎসার জন্য তাকে সাউথ আফ্রিকার জোহানেসবার্গে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা বলেছিলেন, তার বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ।

১৯৯৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক হয় স্ট্রিকের। তিনি জিম্বাবুয়ের জার্সিতে ১৮৯টি ওয়ানডে ও ৬৫টি টেস্ট খেলেছেন। টেস্টে ১৯৯০ রান ও ২১৬টি উইকেট রয়েছে এই অলরাউন্ডারের। একদিনের ক্রিকেটে ২৯৪৩ রান ও ২৩৯টি উইকেট নিয়েছেন তিনি। দেশকে ২১টি টেস্ট ও ৬৮টি ওয়ানডে ম্যাচে নেতৃত্বও দিয়েছেন স্ট্রিক এবং ২০০৫ সালে জিম্বাবুয়ের জার্সিতে শেষ ম্যাচ খেলেন।

খেলা ছাড়ার পর কোচিংয়ে আসা সাবেক এই পেস বোলিং অলরাউন্ডার ২০১৪ সালে বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব পান। মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদকে বিশ্বমঞ্চে নিয়ে আসার কারিগর ছিলেন তিনি এ ছাড়াও কোচিং ক্যারিয়ারে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, গুজরাট লায়নস ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে কাজ করেছেন স্ট্রিক।

মাঠের সাফল্যে যেমন তাঁর ক্যারিয়ারে ছিল তেমনি কালো অধ্যায়ও। সেই কালো অধ্যায় নিয়েই তাঁকে বিদায় নিতে হলো। আইসিসির দুর্নীতিবিরোধী বিধির বেশ কিছু ধারা ভঙ্গের দায়ে ২০২১ সালে ৮ বছরের জন্য নিষিদ্ধ হন দেশটির সাবেক এই অধিনায়ক।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More