চাপ নয়, ফেবারিটের তকমা নিয়েই আসন্ন সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবলে খেলবে বাংলাদেশ। দেশের মাটিতে খেলা হওয়ায় মানসিকভাবেও চনমনে তারা।
আগামী ১ নভেম্বর শুরু হবে সাফ অনুর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। আয়োজনের সব প্রস্তুতি এরই মধ্যে সেরে ফেলেছে স্বাগতিক বাংলাদেশ। সেই সাথে প্রস্তুত, কিশোরী ফুটবলাররাও। বয়সভিত্তিকের সবচেয়ে নিচের সারির দল হওয়ায়, এবার পুরোপুরি আনকোড়া দল নিয়ে মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে। তারপরও শিরোপায় নজর বাংলাদেশের।
বয়সভিত্তিক দল না থাকায় সাফের অন্তর্ভূক্ত সব দল অংশ নিচ্ছে না। স্বাগতিক হওয়ার সুবিধাকে কাজে লাগিয়ে সাফল্য পেতে মরিয়া কিশোরীরা। অনুর্ধ্ব-১৫ থেকে জাতীয় দল, বাংলাদেশের নারী ফুটবল মানেই যেনো শিরোপার দাবিদার। একে মোটেও চাপ নয়, প্রেরণা হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।
তিনজাতি টুর্নামেন্টে বাংলাদেশের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে নেপাল ও ভূটান।