৫
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে ১৫ বছর ধরে জয়হীন বাংলাদেশ। নেদারল্যান্ডের বিপক্ষে সুপার টুয়েলভে জয় পেতে তাদের রানের লক্ষ্য দিয়েছে টাইগাররা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরেছেন অধিনায়ক সাকিব। ডাচ অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস বেছে নেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১৪৪ রান। দলের হয়ে এদিন ব্যাট হাতে কেবল রান করেছেন নাজমুল হোসেন শান্ত এবং আফিফ হোসেন। শান্ত ২৫ এবং আফিফ করেছেন ৩৮ রান।