মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বিশ্বকাপে সর্বোচ্চ রান করবেন বাবরঃ সেহওয়াগ

দীপ্ত নিউজ ডেস্ক
1 minutes read

ক্রিকেট মাঠে যেরকম ব্যাটিং করতেন কাউকে পরোয়া না করে, ব্যক্তিগত জীবনেও সেভাবেই থাকতে পছন্দ করেন বীরেন্দ্র সেহওয়াগ। যেটা সত্যি মনে করেন সেটা প্রাণ খুলে বলেন। তাতে কেউ রেগে গেল কিনা পরোয়া করেন না। সেই সেহওয়াগকে প্রশ্ন করা হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন ব্যাটসম্যান সর্বোচ্চ রান করবেন?

বীরু এক মুহূর্ত চিন্তা করে উত্তর দিয়ে দিলেন। বিরাট কোহলি, রোহিত শর্মা অথবা রাহুল নন। পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকেই সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে তুলে ধরলেন বীরু। নজফগরের নবাব জানিয়ে দিয়েছেন , তিনি যদি ভুল না হন তাহলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান করতে চলেছেন বাবর। সেহওয়াগ মনে করেন এই মুহূর্তে বিরাট কিছুটা ছন্দ ফিরে পেলেও ধারাবাহিকতার দিক থেকে বাবর সবার আগে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবশেষ দশ ম্যাচে তিনবার ফিফটি হাঁকিয়েছেন বাবর। দু’বার পেরিয়েছেন ৭০’র কোঠা। দুর্দান্ত বাবর র‌্যাঙ্কিংয়ে রয়েছেন তৃতীয় স্থানে।আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯২ ম্যাচে ৮৭ ইনিংস খেলে ৪৩.৬৬ গড় এবং ১২৯.৬৫ স্ট্রাইকরেটে ৩২৩১ রান করেছেন বাবর। টি-টোয়েন্টিতে ২৯ ফিফটি হাঁকানো বাবর শতকের কোঠা ছুঁয়েছেন দু’বার। এর মধ্যে সবচেয়ে বেশি ৫৭.৫০ গড় অস্ট্রেলিয়ার মাটিতেই। সেখানে তিন ম্যাচে দুটি ফিফটিতে মোট ১১৫ রান পাকিস্তান অধিনায়কের।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More