বিএনপি সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না বলেই, আওয়ামী লীগের আহ্বানে গণতান্ত্রিক আচরণ করেছে বলে জানিয়েছেন, দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আজ এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
৭ ডিসেম্বর নয়াপল্টনের বিএনপি কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে, রবিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে বিএনপি। এতে নয়াপল্টনে সহিংসতার ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ী পুলিশ সদস্যদের বিচারের দাবি জানান দলের নেতারা। বলেন, গণতান্ত্রিক আচরণে বিশ্বাসী বলে ২৪ ডিসেম্বর গণমিছিলের কর্মসূচি পিছিয়ে দিয়েছে বিএনপি।
যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামী আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপি নেতারা বলেন, এ বিষয়ে এখনই বলার সময় আসেনি।
বিএনপির দাবি, ৭ ডিসেম্বর তাদের দলীয় কার্যালয়ে পুলিশের অভিযানে, প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।