সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবি জানিয়েছে বিএনপি। গতকাল ঢাকা বিভাগীয় গণসমাবেশে এ দাবি জানিয়েছে দলটি। দাবি আদায়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপির ৭ সংসদ সদস্য। একইসাথে নতুন কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।
সমাবেশের স্থান নিয়ে জটিলতা কেটে যাওয়ার পর শুক্রবার বিকাল থেকেই নেতাকর্মীরা গোলাপবাগ মাঠে অবস্থান নিতে শুরু করেন। সকাল থেকে বাড়ে খণ্ড খন্ড মিছিলের সংখ্যা। ব্যানার, ফেস্টুনে ছেয়ে যায় গোটা এলাকা।
সমাবেশে বিএনপিনেতারা খালেদা জিয়া ও মির্জা ফখরুলসহ সকল নেতাকর্মীর মুক্তির দাবি জানান। বলেন, দমন পীড়ন করে বিএনপিকে আটকানো যাবেনা। সমাবেশে বিএনপির সাত জন সংসদ সদস্য জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। বিএনপি মহাসচিব গ্রেপ্তার হওয়ায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন খন্দকার মোশাররফ হোসেন। দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেন তিনি।
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত ১২ অক্টোবর চট্টগ্রাম থেকে শুরু হওয়া বিএনপির বিভাগীয় গণসমাবেশ শেষ হলো ঢাকায়।