জঙ্গি ধরার নামে পুলিশ বাসা বাড়িতে হানা দিয়ে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব। তবে পুলিশ বলছে, অপরাধীদের ধরতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। রবিবার তারা এসব কথা বলেন।
জঙ্গি, মাদক ব্যবসায়ী, অবৈধ অস্ত্রধারী ও বিভিন্ন মামলার পলাতক আসামিদের ধরতে শনিবার রাত থেকে রাজধানীতে অভিযান চালাচ্ছে পুলিশ। নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের পর এ অভিযান শুরু হয়। রাতেই গ্রেপ্তার করা হয় যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে।
রবিবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে ১০ ডিসেম্বরের গণ-সমাবেশের লিফলেট বিতরণের সময়ে হামলার শিকার হন বিএনপি নেতা ইশরাক হোসেন। এসময় তার গাড়ি ভাঙচুর করা হয়।
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, জঙ্গি ধরার নামে পুলিশ বাসা বাড়িতে হানা দিয়ে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। তিনি দাবি করেন, ভয় ও ত্রাস সৃষ্টি করতে মেস ও হোটেলে অভিযান চালাচ্ছে পুলিশ।
তবে পুলিশ বলছে, চিহ্নিত আসামিদের ধরতে অভিযান চলছে। এরসাথে বিএনপির গণসমাবেশের কোন সম্পৃক্ততা নেই। তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির গণসমাবেশে প্রয়োজনীয় সহায়তা দেবে পুলিশ।