১১
মাগুরায় দিন দিনই জনপ্রিয় হচ্ছে বিজেআরআই তোষা পাট-৮। এ জাত থেকে শতকরা ২০ ভাগের মতো বেশি পাট উৎপাদন হয়। তাই, এর চাষ বেড়েছে।
চলতি বছর মাগুরা জেলায় প্রায় ৩৫ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। এর মধ্যে বিজেআরআই তোষা পাট-৮ চাষ হয়েছে প্রায় আট হাজার হেক্টর জমিতে। এ জাতের পাট চাষে খরচ অনেক কম। তাই, এর প্রতি দিন দিন কৃষকদের আগ্রহ বাড়ছে।
বিশেজ্ঞরা বলছেন, অন্যান্য জাত থেকে বিজেআরআই তোষা পাট-৮ বা রবি-১ অনেক বেশি লাভজনক। পাট গবেষণা ইনস্টিটিউট বলছে, বিজেআরআই তোষা পাট-৮ চাষের মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব।