বুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দুবাইতে রবীন্দ্র-নজরুল ও বৈশাখ উৎযাপন

দীপ্ত নিউজ ডেস্ক
3 minutes read

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই ও উত্তর আমিরাতের উদ্যোগে “রবীন্দ্র নজরুল ও বৈশাখ” শিরোনামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (৮ জুন) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকী, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী এবং বাংলা নববর্ষ১৪৩১ উদযাপন উপলক্ষ্যে এ আয়োজন করা হয়।

কনসাল জেনারেল বি এম জামাল হোসেনের সভাপতিত্বে ও সঞ্চালিত অনুষ্ঠানে আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশী শিল্পীবৃন্দগণ এতে গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন।

এসময় কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বলেন, “বাংলা সাহিত্যের দুই দিকপালবিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে আমরা স্মরণ করছি এই অনুষ্ঠানের মাধ্যমে। সেইসাথে বঙ্গাব্দ১৪৩১, নতুন বর্ষবরণ, বৈশাখের আগমন উপলক্ষ্যে এই দুই কবির বিভিন্ন গান ও কবিতা পরিবেশনের মাধ্যমে অত্যন্ত আনন্দময় এবং নতুন প্রজন্মের জন্য শিক্ষনীয় একটি অনুষ্ঠান আয়োজন করা হলো।”

শেষে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দের জন্য পান্তাইলিশ এবং অন্যান্য বাংলাদেশী খাবার পরিবেশন করা হয়।

 

মাহাবুব/ সুপ্তি/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More