জাতিসংঘের তথ্য মতে বিশ্বে প্রতি ৩০ জনে একজন অভিবাসী। দিন দিন এ সংখ্যা বাড়ছে । এই বাস্তবায় আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক অভিবাসী দিবস।
এবারের আন্তর্জাতিক অভিবাসী দিবসের প্রতিপাদ্য – নিরাপদ ও মর্যাদাপূর্ণ অভিবাসন নিশ্চিত। করোনা মহামারি এবং বিশ্বজুড়ে মূল্যস্ফীতি দেখা দেয়ায় অবৈধ পথে অভিবাসিদের সংখ্যা ক্রমবর্ধ্মান হারে বাড়ছে। তাদের শতকরা ৮০ ভাগ নানা ধরনের শোষণ, বঞ্চনা, প্রতারণা, লাঞ্ছনা ও হয়রানির শিকার হন।
জাতিসংঘের হিসাবে বিশ্বে অভিবাসী সংখ্যা ২৮ কোটি । উন্নত জীবনের আশায় প্রত্যেকে কয়েক হাজার মাইল পাড়ি দিয়ে ভিন দেশে যাচ্ছেন। তাদের বেশিরভাগ এশিয়া এবং আফ্রিকার দেশগুলোর নাগরিক।
জাতিসংঘের তথ্যমতে গত আট বছরে, ৫১ হাজারের বেশি অভিবাসী এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার পথে বা কর্মরত অবস্থায় নির্যাতনের শিকার হয়ে মারা গেছে । নিখোঁজ হয়েছে কয়েক হাজার। তাদের পরিবার ন্যায়বিচার পাচ্ছেনা।
তাই এবারের অভিবাসী দিবসে নিরাপদ এবং বৈধ অভিবাসনে জোর দিতে অনুন্নত ও উন্নয়নশীল দেশের সরকার প্রধানদের আহবান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। তিনি বলেন অভিবাসন বিষয়ে কার্যকর এবং আন্তর্জাতিক সহযোগিতা ও সহানুভূতিশীল পদক্ষেপ প্রয়োজন। সীমান্ত ব্যবস্থাপনা হতে হবে আরও মানবিক, প্রত্যেকের মানবাধিকার ও মানবিক প্রয়োজনীয়তার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার প্রতিও আহবান জানান তিনি।