শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

প্রায় ১০ কোটি টাকার স্বর্ণের গয়না ব্যবহার করেন দুই বন্ধু

দীপ্ত নিউজ ডেস্ক
1 minutes read

প্রায় ১০ কোটি টাকার স্বর্ণের গয়না ব্যবহার করেন ভারতের পুনের দুই বন্ধু সানি ও বান্টি। এরইমধ্যে তারা গোল্ডেন গাইজ নামে পরিচিতি পেয়েছেন।

ভারতের গোল্ডেন কিং নামে পরিচিত ছিলেন প্রখ্যাত সুরকার, গায়ক ও সঙ্গীত পরিচালক বাপ্পী লাহিড়ী। তিনি প্রায় ৫০ লাখ টাকা মূল্যের স্বর্ণের গয়না পরতেন। তার চেয়েও বেশি স্বর্ণের গয়না ব্যবহার করে পরিচিত লাভ করেছেন পুনের দুই ঘনিষ্ঠ বন্ধু সানি ও বান্টি। দুই জনের স্বর্ণের গয়নার ওজন প্রায় ১৩ কিলোগ্রাম। যার আনুমানিক মূল্য ১০ কোটি টাকার বেশি। সানি ও বান্টি ‘দ্য গোল্ডেন গাইজ়’ নামে বেশ পরিচিত।

সানির গয়নার পরিমাণ ৮ কেজি। আর বান্টির রয়েছে ৫ কেজি স্বর্ণের গয়না। সানি শুধু স্বর্ণের গয়নাই পরেন না, তার মোবাইলের কাভারও স্বর্ণের। গাড়ি স্বর্ণের পাতি দিয়ে মোড়ানো‌। জুতা, ঘড়ি, এমনকি চশমাতেও রয়েছে স্বর্ণ। একই অবস্থা সানির বন্ধু বান্টিরও।

সানি ও বান্টির নিরাপত্তায় রয়েছে দেহরক্ষী। ২০১৭ সালে একটি টেলিভিশন শো-তে প্রথম দেখা যায় এই ‘গোল্ডেন গাইজ়’-কে। এরপর তারা জনপ্রিয় হয়ে ওঠেন তাদের বেশভূষার জন্য। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সানির মোট সম্পদের পরিমাণ ৩০ কোটি রুপি।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More