পুরনো খবরের কাগজ দিয়ে পরিবেশবান্ধব পেনসিল তৈরি করছে কেনিয়ার একটি প্রতিষ্ঠান। পেনসিলে ব্যবহৃত গাছ বাঁচানোই তাদের লক্ষ্য। লেখার গুরুত্বপূর্ণ উপকরণ পেনসিল। আর তা বানানো হচ্ছে পুরনো খবরের কাগজ দিয়ে। এ কর্মযজ্ঞ চলছে কেনিয়ার রাজধানী নাইরোবির মোমো পেনসিল কোম্পানিতে।
সংবাদপত্রের পৃষ্ঠাগুলো প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে নেন শ্রমিকরা। পরে এর কেন্দ্রে গ্রাফাইট রেখে, যন্ত্রের সাহায্যে মুড়িয়ে দেয়া হয় পেনসিলের আকৃতি। রোদে শোকানোর পর শিরিস কাগজ ঘষে বাইরের আবরণ মসৃণ বানিয়ে ভরা হয় প্যাকেটে। নিজের ভাই রশিদের সাথে এই ব্যবসা শুরু করেন মাহমুদ ওমরী। তাদের প্রতিষ্ঠানে অব্যবহৃত সংবাদপত্র পুনরায় কাজে লাগানোর পাশাপাশি গাছের বিকল্প হিসেবে কাগজের পেনসিল তৈরি করা হয়।
প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, “তরুণরা বিভিন্ন স্থান থেকে সংবাদপত্র কেনার পর, আমরা সেগুলো কিনে নেই। আর চীন থেকে গ্রাফাইট আমদানি করি। এটি দেশে পাওয়া যায়না, তাই আমদানি ছাড়া কোন বিকল্প নেই।”
পেনসিল বানাতে প্রতিবছর বিশ্বব্যাপী ৪০ লাখের বেশি গাছ কাটা হয়। কেনিয়ার বন উজাড় কমাতে পরিবেশবান্ধব পেনসিল তৈরির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশেষজ্ঞরা।