টুইটারের মালিকানা বদল হয়েছে। এখন এই সামাজিক যোগাযোগ মাধ্যমটির মালিকানা ট্রাম্পের একরকম পছন্দের মানুষ ইলন মাস্কের। এবার টুইটারে ফেরা না ফেরার বিষয়টি রহস্য করে রাখলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বলেন, ‘আমি খুশি টুইটার এখন বিবেকবান মানুষের হাতে। এখন আর এটা বামপন্থী পাগল ও উন্মাদদের হাতে নেই। এটা এখন সত্যিকারার্থেই দেশের জন্য কাজ করবে।’
তবে ট্রাম্প নিজে আর টুইটারে ফিরছেন কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। যদিও আগে জানিয়েছিলেন, তিনি তার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল নিয়েই ব্যস্ত, মাস্কের মালিকানায়ও টুইটারে ফেরার কোনো ইচ্ছে তার নেই।
তবে মাস্ক ইঙ্গিত দিয়েছেন ক্যাপিটল হিলে দাঙ্গার পর ২০২১ সালে ট্রাম্পের ওপর দেওয়া টুইটারের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।
মাস্ককে শুভকামনা জানিয়েছেন ট্রাম্প। সাথে এও জুড়ে দিয়েছেন, ‘আমি ভাবছি না যে আমি ছাড়াও টুইটার সফল হতে পারে।’
সূত্র: এএফপি