বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মালয়েশিয়ায় রাস্তায় প্লেন বিধ্বস্ত, নিহত ১০

দীপ্ত নিউজ ডেস্ক
4 minutes read

মালয়েশিয়ার সেলানগর প্রদেশে এলমিনা শহরে বিচক্রাফট মডেল৩৯০ এর যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত হয়ে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুর ২টা ৪০ মিনিটে দিকে এ ঘটনা ঘটে বলে জানান সেলাঙ্গর পুলিশ প্রধান কম দাতুক হোসেন ওমর খান।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার বলেছে, বিমানটি এলমিনা শহরের একটি সড়কে বিধ্বস্ত হয়েছে। এতে সেখানকার একটি গাড়ি ও মোটরসাইকেল দুমড়েমুচড়ে গেছে।

দেশটির পরিবহন সংস্থা জেটভ্যালেট এসডিএন বিএইচডির পরিচালিত বিমানটি দুপুর ২টা ৮ মিনিটে ল্যাংকাউই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। সুবাংয়ের সুলতান আব্দুল আজিজ শাহ বিমানবন্দরে অবতরণের কথা ছিল প্লেনটির।

সুবাংয়ের বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে প্লেনটির প্রথম যোগাযোগ হয় দুপুর ২টা ৪৭ মিনিটে। তারা প্লেনটিকে ২টা ৪৮ মিনিটে অবতরণের ছাড়পত্র দেয়।

মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএএম) প্রধান নির্বাহী কর্মকর্তা নুরজামান মাহমুদ বলেছেন, দুপুর ২টা ৫১ মিনিটে কন্ট্রোল টাওয়ারের কর্মকর্তারা দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখেন। প্লেনটি দুর্ঘটনার কবলে পড়লেও পাইলট কোনও জরুরি কল করেননি।

প্রাদেশিক পুলিশের প্রধান দাতুক হোসেন ওমর খান বলেন, “আমরা জানতে পারেছি ফ্লাইটে অন্তত দুজন ক্রু সদস্য এবং ছয়জন যাত্রী ছিলেন। তারা সবাই ঘটনাস্থলেই মারা গেছেন।”

তিনি আরও জানান, “উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে গাড়ির চালক ও মোটরসাইকেল ধাক্কা দিলে আরোহীর মৃত্যু হয়। গাড়ির ভিতরে আরও লোক ছিল কিনা, তা আমরা এখনও নিশ্চিত করতে পারিনি।”

সব নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ক্লাংএর টেংকু আম্পুয়ান রহিমাহ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More