রুশ বাহিনীকে হটিয়ে পূর্বাঞ্চলীয় দোনেৎস্কের গুরুত্বপূর্ণ শহর লাইম্যান পুনরুদ্ধারের পর এখন উচ্ছ্বসিত ইউক্রেন। জয়ের পর ওই অঞ্চলে এখন রুশ বাহিনীর রসদ সরবরাহের পথ বন্ধের পাশাপাশি আরও গভীরে অগ্রসর হবে ইউক্রেনীয় সেনারা- এমন মত দেশটির সামরিক থিঙ্কট্যাঙ্কের। খবর আলজাজিরার।
এদিকে, দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সামরিক বাহিনীর জয় কেবল লাইম্যানেই সীমাবদ্ধ থাকবে না। নিয়মিত ভাষণে রোববার রাতে জেলেনস্কি বলেন, লাইম্যান পুনরুদ্ধার এখন মিডিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ইউক্রেনের সেন্টার ফর ডিফেন্স স্ট্র্যাটেজিস থিঙ্কট্যাঙ্কের মতে, চার অঞ্চল নিজেদের সঙ্গে যুক্ত করার বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার কয়েক ঘণ্টার মাথায় লাইম্যান শহর হাতছাড়া হয়, যা প্রমাণ করে কিয়েভ বাহিনী রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলের আরও গভীরে আঘাত হানবে এবং রুশ বাহিনীর যুদ্ধের রসদ সরবরাহের পথ বন্ধে সক্ষম হবে।
থিঙ্কট্যাঙ্কের রিজার্ভ কর্নেল ভিক্টর কেভলিউক বলেছেন, লাইম্যানে সফল অপারেশনের পর এখন তাঁরা উত্তর-দক্ষিণ রুটের দিকে এগিয়ে যাচ্ছেন। এর মানে রুশ বাহিনীর দ্বিতীয় সরবরাহ লাইনও ব্যাহত হবে।