আজ শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের খেলা। কোায়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। আর রাত ৯টায়, নেদারল্যান্ডসের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।
পোল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করা আর্জেন্টিনার এবারের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ১৫ বছর পর তাদের বিপক্ষে মাঠে নামবে মেসির দল। এখন পর্যন্ত, এই দু’দল মুখোমুখি হয়েছে সাতবার। এরমধ্যে আলবিসেলেস্তাদের ৫ জয়ের বিপরীতে, সকারুদের জয় একটি। অন্য ম্যাচ ড্র হয়।
১৬ বছর পর বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ওঠে অস্ট্রেলিয়া। এবারের শুরুটা অবশ্য ভালো ছিল না তাদের। ডি’ গ্রুপের প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে হেরেছে বড় ব্যবধানে। কিন্তু তিউনিশিয়া ও ডেনমার্ককে হারিয়ে, ম্যাথিউ ডেভিডের দল শেষ ষোলোতে ওঠে গ্রুপ রানার আপ হয়ে। আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার এই ম্যাচ হবে আহমেদ বিন আলি স্টেডিয়ামে।
এদিকে, ৯২ বছর পর গ্রুপ পর্ব টপকানো যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ডাচরা অবশ্য বিশ্বকাপে তিনবারের রানার আপ। এবারের আসরে দুই জয় ও এক ড্র নিয়ে শেষ ষোলোতে ওঠে তারা। আর যুক্তরাষ্ট্র এক জয়, এক ম্যাচে হার, আর একটিতে ড্র করে এই পর্যন্ত এসেছে। খেলা হবে খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে।