শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

টি-শার্টে সৃজনশীলতায় ফ্যাট হক আইএনসি.

দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ: সর্বশেষ সম্পাদনা: 3 minutes read

টি-শার্টে সৃজনশীলতা এই নিয়ে যাত্রা শুরু করেছে ‘Fatt Haawk Inc.’। ফেইসবুক পেজের মাধ্যমে টি-শার্ট দিয়ে নিজেদের ব্যবসা শুরু করলেও, তাদের মূলমন্ত্র বাংলাদেশে ‘ডিজিটাল আর্ট’ এর প্রচার করা। Fatt Haawk Inc. এর যাত্রা শুরু হয় ২০২০ সালের শুরুতেই Fatt Haawk নামে। শুরুর পর থেকেই বিভিন্ন ধরণের ডিজিটাল কারুকার্য দেখিয়ে মনে জায়গা করে নেন ইন্টারনেটবাসীর। এরপর ক্রমান্নয়ে তারা অগ্রসর হয়, কিভাবে তারা বাংলাদেশে ডিজিটাল আর্ট এর প্রচার এবং প্রসার করতে পারবে। কিভাবে ক্রিয়েটিভ মানুষদের মনে এই স্বপ্ন জাগাতে পারবে যে তারা তাদের এই সৃজনশীলতাকে কাজে লাগিয়ে হতে পারবেন উদ্যোক্তা। আর সেই থেকেই প্রথমবারের মতো বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় ডিজিটাল আর্ট মার্চেন্ড ব্র্যান্ড Fatt Haawk Inc.

২০২০ সালে যখন কোভিড-১৯ এর হানায় গিয়েছিলো পুরো পৃথিবী, তখন হয়তো সবাই এমনটাই ভেবেছিলো যে স্বাভাবিক জীবনযাত্রা হারাবে তার গতি৷ কথাটা কিছু অংশে সত্য হলেও, বাধাপ্রাপ্ত নদীর মতোই মানুষের জীবনযাত্রার স্রোত পেয়েছে এক নতুন দিক৷
লকডাউনের পর থেকেই ডিজিটাল প্লাটফর্মগুলোর ব্যবহার বেড়ে গেছে বেশ কয়েক গুণ৷ আর সেই সাথে মানুষ ডিজিটাল প্লাটফর্মগুলোকে বেছে নিয়েছে তাদের দৈনন্দিন জীবনের সকল চাহিদা মেটানোর জন্য। তাদের জীবনের সকল প্রয়োজন বা ইচ্ছেগুলো যেন পূর্ণ হয়ে যাচ্ছে মুঠোফোনের মাধ্যমেই। বিনোদন থেকে শুরু করে সামাজিক যোগাযোগ, পড়াশুনা, চাকরি, কেনাকাটা, রেস্টুরেন্টের খাবার এমন কি বাসার বাজার সদাইও হচ্ছে এই মুঠোফোনের মাধ্যমে। ফলশ্রুতিতে ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ব্যবহার ও জনপ্রিয়তা বেড়ে উঠেছে প্রত্যাশার চেয়েও বহুগুণ! আর এই সুযোগকেই কাজে লাগিয়ে গড়ে উঠেছে বেশ কিছু ই-কমার্স এবং এফ-কমার্স। ফেইসবুক কিংবা গুগল এ খুঁজলে পাওয়া যাবে না এমন কিছুই আর নেই এখন৷

বাংলাদেশে এক দিকে ইন্টারনেটের অগ্রগতি, আর অন্য দিকে পোশাক শিল্পের অভিজ্ঞতা, জ্ঞান এবং দক্ষতা; এই জিনিসগুলো যেন দেশের তরুণ উদ্যোক্তাদের সামনে তুলে ধরেছে এক সীমাহীন আশার আলো! এগুলো থেকে অনুপ্রাণিত হয়ে তরুণদের হাত ধরেই গড়ে উঠেছে দেশে বড় এক পোশাকশিল্পের ই-কমার্স এবং এফ-কমার্স মার্কেট। শুধু ফেইসবুক খুঁজলেই পাওয়া যাবে প্রায় শখানেক পেজ যারা কিনা অনলাইনে গেঞ্জি বা টি-শার্ট বিক্রি করছে। বেচা-বিক্রিও কারো কম না! কিন্তু এক জায়গাতে যেন কমতি এখনো পূরণ হয়নি, আর সেটা হলো সৃজনশীলতা। হাতেগোনা গুটিকয়েক কিছু পেজ বাদে মোটামুটি সবার কাছেই পাওয়া যায় প্রায় একই ডিজাইনের টি-শার্ট।

Fatt Haawk Inc. এখন পর্যন্ত কাজ করছে গ্রাফিটি আর্ট, লেটারিং আর্ট, মান্দালা, লোগো/ব্যাজ ম্যানুপুলেশন এবং কন্টেক্সচুয়াল আর্ট নিয়ে। আর বাংলাদেশে ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে নতুন রঙে সাজাতে নিজেদের হাতে এঁকেছেন ব্রাজিল, আর্জেন্টিনা এবং ফ্রান্স ফুটবল টিমের ম্যানুপুলেটেড ব্যাজ! আর এগুলো দেশের মানুষের হাতে পৌঁছে দিবেন তারা টি-শার্ট, মগ, ক্যানভাস আর পোস্টারের মাধ্যমে। এই তরুণ উদ্যোক্তারা বলেন এমন কোনো ফুটবল ভক্ত নেই যারা কিনা তাদের পছন্দের দলের জার্সি কিনে পড়েন না, কিন্তু সবাই যদি ভিড়ের মধ্যে জার্সি পরে হাঁটেন তাহলে অনন্যতা বলেতো কিছু থাকবে না। আর এই কারণেই তারা নিয়ে এসেছেন একেবারে নতুন রূপে সেই পুরোনো আবেগ।

Fatt Haawk Inc. এর টি-শার্ট গুলো হাতে পেতে গ্রাহকদের খুব একটা বেশি কষ্ট পোহাতে হবে না। তাদের ফেইসবুক পেজ এবং ওয়েবসাইটের মধ্যেই গ্রাহকরা অর্ডার করতে পারবেন তাদের প্রিয় দলের টি-শার্ট, মগ বা পোস্টার।

যদিও ফুটবলকে কেন্দ্র করে শুরু হলো তাদের যাত্রা, কিন্তু দেশের মানুষকে তাদের প্রতিভা এবং সৃজনশীলতা দিয়ে মুগ্ধ করবেন এমনটাই বলেছেন Fatt Haawk Inc. টিম।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More