রাতে নির্ধারিত হবে ১৯৬৬-র বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের ভাগ্য। বাংলাদেশ সময় রাত ১টায় বি গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের প্রতিপক্ষ ওয়েলস। এদিকে, আজ থেকে গ্রুপপর্বে একই সময়ে হবে দুটি করে ম্যাচ। ‘এ’ গ্রুপের দেশগুলো মাঠে নামবে রাত ৯টায়। আর, বি গ্রুপের দুটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
প্রথম দুইম্যাচ শেষে বি গ্রুপের শীর্ষে আছে ইংল্যান্ড। তবে এখনো নিশ্চিত নয় হ্যারি কেনদের পরের রাউন্ডে খেলা। ওয়েলসের বিপক্ষে অন্তত ড্র করতে হবে তাদের। নকআউট পর্বের টিকিট পেতে গ্রুপের বাকি তিন দল- যুক্তরাষ্ট্র, ইরান এবং ওয়েলসের অবশ্যই জয় পেতে হবে।
আহমেদ বিন আলি স্টেডিয়ামে, ওয়েলসের বিপক্ষে এক পয়েন্ট পেলেই ৫ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডের টিকিট কাটবে ইংলিশরা। তবে আগের ম্যাচে ইরানের কাছে হেরে বসা ওয়েলসের জয়ের বিকল্প নেই। সেই সাথে তাকিয়ে থাকতে হবে ইরান-যুক্তরাষ্ট্র ম্যাচের দিকে। ৩ আর ২ পয়েন্ট নিয়ে তারাও টিকে আছে আসরে।
তুলনায়, এ গ্রুপের চিত্র কিছুটা সহজ কোরে দিয়েছে স্বাগতিক কাতার। টানা দুই ম্যাচ হারায় তাদের নকআউট পর্বে যাওয়ার সুযোগ নেই। তবে সুযোগ আছে বাকি তিন দল- ইকুয়েডর, সেনেগাল ও নেদারল্যান্ডসের।
শেষ ম্যাচে কাতারের বিপক্ষে হার এড়াতে পারলেই পরের রাউন্ডে যাবে নেদারল্যান্ডস। আর ইকুয়েডর ও সেনেগালের মধ্যে যারা জিতবে তাদের নকআউট পর্ব নিশ্চিত হবে। ড্র হলে যাবে ইকুয়েডর।