কিচির-মিচির শব্দ শুনতে দূর-দূরান্ত থেকে যাচ্ছেন দর্শনার্থীরা। পাখির অভয়ারণ্য রক্ষায় উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন।
ফেনীর বিভিন্ন দীঘিতে দিনভর উড়ে বেড়ানো, খুনসুটি আর কিচিরমিচির শব্দে মূখর থাকে অসংখ্য পাখী। কখনো ঝাঁক বেঁধে নান্দনিক কসরতে ডানা মেলে নীল আকাশে উড়োউড়ি। কখনও দিঘীর জলে ডুব সাতারে ব্যস্ত হাজারও পাখি। এ দৃশ্য উপভোগ করতে প্রতিদিন দীঘির পাড়ে ভীড় করেন পাখি প্রেমিরা।
বালি হাঁস, রাঙ্গা ময়ূরী, ছোট স্বরালী, পানকৌড়ি আর পরিযায়ী পাখিসহ ১০ প্রজাতির পাখির দেখা মিলবে এইসব দীঘির জলে। পাখি নিধন বন্ধে নিয়মিত তদারকি করছে জেলা প্রশাসন। তিনি জানান, ভিনদেশী পাখিদের নিরাপত্তা নিশ্চিত করতে পারলে আগামীতে পাখির সংখ্যা আরও বাড়বে।