১২
ভারতের মুম্বাইয়ের হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। রবিবার বাংলাদেশি সময় সকাল ৮ টার দিকে এইচএন রিল্যায়ান্স হাসপাতালে আলিয়াকে ভর্তি করতে নিয়ে যান রণবীর কাপুর।
সিজার নয়, প্রাকৃতিক নিয়মে সন্তানের জন্ম দিয়েছেন ২৯ বছর বয়সী আলিয়া ভাট। আলিয়া হাসপাতালে পৌঁছানোর পরে কাপুর ও রণবীর পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত হন। যেহেতু আলিয়া নিজেই নরম্যাল ডেলিভারি চেয়েছেন, অপেক্ষার প্রহর ছিল আরও দীর্ঘ।