সন্তান রাজ্যের সাথে শান্তির বার্তা নিয়ে জন্মদিনের কেক কাটলেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা পরীমনি। গতকালই ৩০-এ পা রেখেছেন এই গ্ল্যামারকন্যা। তবে, এবারের জন্মদিনে আর দুরন্তপনা নয়, শান্ত, স্থির ঢাকাই ছবির এই নায়িকা। ‘মা’ পরীর ছিমছাম প্রথম জন্মদিন। কোলে সন্তান। সঙ্গে স্বামী শরিফুল আলম রাজ।
সোমবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে স্বামী-সন্তান আর নানাকে নিয়ে কেক কাটেন পরীমনি। পাখির পালক ও লাল-সাদা গোলাপ দিয়ে সাজানো হয় মঞ্চ। ঝাড়বাতিতে ঝলমল পুরো আয়োজন। ছিলেন শোবিজ অঙ্গনের তারকারা।
জন্মদিনে বিশেষ উপহার হিসেবে মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার গান ‘তুই কি আমায় ভালোবাসিস’। এমন আয়োজনে অভিভূত ঢালিউডকন্যা। পরীমনিকে নিয়ে তথ্যচিত্রও দেখানো হয় অনুষ্ঠানে। এতে উঠে আসে শরিফুল রাজের সঙ্গে প্রেম, বিয়ে, সন্তান ও পরীমনির বদলে যাওয়ার কাহিনি।