অ্যাকশন ঘরানার এই হলিউড সুপারস্টার ভক্তদের এখন আর শুধু অ্যাকশন উপহার দিতে চাচ্ছেন না। তার গন্তব্য এবার মহাকাশে। সেখানে গিয়ে ছবির শুটিং করার চিন্তাভাবনা রয়েছে তার। রূপালি পর্দায় মহাকাশে ধরা দিলেও এবার সত্যি সত্যি সেখানে যেতে চলেছেন জনপ্রিয় হার্টথ্রব এই হলিউড অভিনেতা।
ইউনিভার্সাল ফিলমড এন্টারনেইনমেন্ট গ্রুপের প্রেসিডেন্ট ডোনা ল্যাংলি এ বিষয়ে বিবিসিকে বলেছেন, “ঠিকই জেনেছেন, ক্রুজ আমাদেরকে মহাকাশে নিয়ে যাচ্ছে। টমকে নিয়ে দারুণ একটা প্রজেক্টের পরিকল্পনা করছি আমরা। একটা রকেট নিয়ে মহাকাশ স্টেশনে গিয়ে সেখানে হবে শুটিং।”
নির্মাতা ডগ লিমানের এই সিনেমাটির জন্য আন্তর্জাতিক স্পেস স্টেশনে ছবির কিছু দৃশ্য শুটিং করা হবে। জনপ্রিয় এই অভিনেতাকে মহাশূন্যে হাঁটতেও দেখা যেতে পারে বলে গুঞ্জন উঠেছে হলিউডের বাতাসে।