নাটোরের সিংড়ায় পানাউল্লাহ খালের সেতু হেলে পড়ায়, ৮ বছর ধরে ঝুঁকি নিয়ে চলাচল করছে প্রায় ৩৫ গ্রামের মানুষ। ব্রিজের দুই পাশের সংযোগ সড়কের বেহাল দশার কারণেও সৃষ্টি হচ্ছে ভোগান্তি।
নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের বখতারপুরে পানাউল্লাহ খালে আশির দশকে নির্মাণ করা হয় ১৫ মিটার দীর্ঘ এই সেতুটি। ২০১৫ সালের বন্যায় সেতুটি ক্ষতিগ্রস্ত হয় এবং ২০১৮ সালের বন্যায় দুপাশের সংযোগ সড়ক ধসে পড়ে। পরে চলাচলের জন্য নির্মাণ হয় বাঁশের সাঁকো। তবে সংস্কার না করায় সেটিও এখন ঝুকিপূর্ণ। ৮ বছরেও এটি সংস্কারের উদ্দোগ নেয়া হয়নি
একইসঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্থ বখতারপুর ব্রিজ থেকে রানীনগর বটতলা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়ক। যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়ায়, ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন এই অঞ্চলের কৃষকরা।
নির্মাণ ব্যায় বেড়ে যাওয়ায় সড়ক সংস্কারে দেরি হচ্ছে বলে জানান নাটোরের নির্বাহী প্রকৌশলী। প্রতিশ্রুতি নয়, ব্রিজ নির্মাণ ও সড়ক সংস্কারের দ্রুত বাস্তবায়ন চান এলাকাবাসী।