নির্ধারিত টার্মিনালে জায়গা সংকুলান না হওয়ায়, এখন আন্তঃজেলা বাস রাখা হয় রাজধানীর সড়কগুলোতে। যা যানজটের ভোগান্তিকে আরও অসহনীয় করে তুলেছে। ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর পরিকল্পনা আছে সিটি করপোরেশনের। তবে, তা বাস্তবায়ন হচ্ছে না।
রাজধানীর সড়ক মানেই দীর্ঘ সময় অপেক্ষা, না হয় ধীরগতিতে এগিয়ে চলা। অর্থাৎ যানজটে আটকে থাকার ভোগান্তি। রাজধানীর মহাখালী বাস টার্মিনালের সামনের সড়কের চিত্র এমন। সারি সারি দাঁড়িয়ে আছে বাস। বন্ধ সড়কের এক লেন।
বেশির ভাগ গাড়ি বন্ধ করে চালক উধাও। টার্মিনালে জায়গা না পেয়ে, গাড়ি রেখেছে সড়কে। সংশ্লিষ্ট সকল পক্ষই জানে রাজধানীর যানজটের চিত্র। তারপরও সমাধান মিলছে না।
আন্তঃজেলা বাস টার্মিনাল কবে সরানো হবে, তা বলতে পারছে না কেউই। ফলে আপাতত যানজট থেকে মুক্তি মিলছে না।নগরবাসীর দুর্ভোগ রোধে যেকোন উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন পরিবহন মালিকরা।