মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নরসিংদীতে শিল্পমন্ত্রীর ভাইয়ের পক্ষে জাল ভোট প্রয়োগ, এজেন্টকে মারধর

দীপ্ত নিউজ ডেস্ক
4 minutes read

 

নরসিংদী মনোহরদীতে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট চলাকালে মনোহরদী পৌর মেয়র আমিনুর রশীদ সুজনের বিরুদ্ধে শিল্পমন্ত্রীর ভাইয়ের পক্ষে জাল ভোট প্রয়োগ ও ভোটকেন্দ্রে ডুকে মোটরসাইকেল প্রতীকের এন্টেকে মারধরের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২১ মে) বেলা সাড়ে ১১টার দিকে মনোহরদী পৌর শহরের সরদার আসমত আলী মহিলা ডিগ্রী কলেজের কেন্দ্রে এই ঘটনা ঘটে। মারধরের স্বীকার বিশ্বজিত রায় মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী প্রিয়াশিষ রায়এর এজেন্ট।

কেন্দ্রে অনাকাঙ্খিত ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন কেন্দ্রের প্রিজাইডিং কর্তকর্তা রিপন চন্দ্র সরকার।

মনোহরদী পৌর মেয়র আমিনুর রশীদ শিল্পমন্ত্রী’র ভাই ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী নজরুল মজিদ মাহামুদ স্বপন এর সক্রিয় সমর্থক।

মারধোরের স্বীকার বিশ্বজিত রায় বলেন, ভোট চলাকালে কেন্দ্রে ডুকে পৌর মেয়র আমিনুর রশীদ আমাকে ভোটকেন্দ্রে কি করি জানতে চায়। আমি মনোহরদী উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক বাবু প্রিয়াশীষ রায়ের এজেন্ট বলার পর তিনি আমাকে জানের ভয় দেখায়। তোর কি জানের মায়া নাই, তুই মটরসাইকেলের এজেন্ট কেন, এই বলে আমাকে চর থাপ্পর মারেন। এখন আমি আতঙ্কিত।

মনোহরদী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী প্রিয়াশীষ রায় বলেন, কেন্দ্রের ভেতরে আমার এজেন্টকে মেয়র সুজন মারধর করে। এ থেকেই বোঝা যায়, তারা ভোটে প্রভাব বিস্তার করছে। এ অবস্থা চললে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এবং সুষ্ঠ পরিবেশ নষ্ট হবে। আমি একজন প্রার্থী হিসেবে এর প্রতিকার চাই।

দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার রিপন চন্দ্র ঘটনার সত্যতা স্বীকার বলেন, এখানে একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। পরে বিষয়টি আমার সংশ্লিষ্টদের অবগত করেছি।

এ বিষয়ে মনোহরদী পৌর মেয়র আমিনুর রশীদ সুজনের ব্যাবহৃত মোবাইলে কল দিলেও তিনি ফোন রিসিব করেননি।

অন্যদিকে, দুপুর ১টার দিকে মনোহরদী পাচকান্দ্রি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শিল্পমন্ত্রীর ভাই আনারশ প্রতিকের চেয়ারম্যান প্রার্থী নজরুল মজিদ মাহামুদ স্বপনএর পক্ষে জাল ভোট দেয়ার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

 

এসএ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More