মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীকে মুরগির বাচ্চা উপহার দিলেন কাজী ফার্মসের পরিচালক

দীপ্ত নিউজ ডেস্ক
6 minutes read

পোল্ট্রি ও ডেইরি খামারিদের উন্নয়নের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে শেরবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে দুদিন ব্যাপী এ আয়োজনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় কাজী ফার্মসের স্টলে সরকারপ্রধানকে স্বাগত জানান পরিচালক কাজী জাহিন হাসান। এ সময় প্রধানমন্ত্রীকে একটি মুরগির বাচ্চা উপহার দেয়া হয়।

প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, খাদ্য নিরাপত্তার সঙ্গে পুষ্টি নিশ্চিত করতে কাজ করছে সরকার। যতটুকু উৎপাদন বেড়েছে, তা দেশের কৃষি গবেষণার ফল।

আরও পড়ুন: পুষ্টির নিরাপত্তা নিশ্চিতে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী

দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মৎস্য থেকে শুরু করে সব পশুখাদ্য যেন নিরাপদ হয়। সে দিকে খেয়াল রাখতে হবে। যুব সমাজকে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি; এক্ষেত্রে প্রাণিসম্পদ খাত আদর্শ হতে পারে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে কাজী ফার্মসের মুরগির বাচ্চা। ছবি: দীপ্ত সংবাদ

 

বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএ) ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ কাউন্সিলের (বিপিআইসি) সহযোগিতায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তর এ প্রদর্শনীর আয়োজন করেছে।

এ প্রদর্শনী বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ও শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের খোলা থাকবে। এতে প্রবেশ করতে কোন মূল্য দেয়া লাগবে না।

এছাড়া ৬৪ জেলার ৪৬৬টি উপজেলায় একযোগে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

আয়োজকরা জানান, প্রদর্শনী প্রাঙ্গণে দেশের প্রাণিসম্পদের বৈচিত্র্য প্রদর্শনের জন্য ২৫টি প্যাভিলিয়ন ও ৩০টি স্টল স্থাপন করা হয়েছে। এর মধ্যে ৭টি প্যাভিলিয়ন সরকারি কর্তৃপক্ষের জন্য নির্ধারিত।

বিডিএফএর ৫৫ হাজার সদস্যের মধ্যে ঢাকা, কুমিল্লা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, বেনাপোল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গাসহ বিভিন্ন জেলার ৩ হাজারের বেশি কৃষক আয়োজনটিতে অংশ নেন।

আয়োজকরা আরও জানান, এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের কৃষকরা বড় কোম্পানিগুলোর সঙ্গে ব্যবসা পরিচালনার সুযোগ পাবেন।

এজে/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More