বিএনপির দেওয়া ২৭ দফা রূপরেখা বাস্তবসম্মত নয় বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞান বিশ্লেষকরা। তাঁদের মতে, এগুলো বাস্তবায়নে সংবিধান সংশোধন করতে হবে। সেজন্য বিএনপিকে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় যেতে হবে। এ ধরনের সংস্কার ধরে রাখতে, আওয়ামী ও বিএনপির মতৈক্য দরকার।
রাষ্ট্র মেরামতের কথা বলে সম্প্রতি ২৭ দফা রূপরেখা উপস্থাপন করেছে বিএনপি। এরমধ্য অন্যতম সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, প্রধানমন্ত্রী পদে দুইবারের বেশি না থাকা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য, দ্বিকক্ষ-বিশিষ্ট সংসদ, নির্বাচন কমিশন গঠন আইন সংশোধন এবং গুম-খুন-বিচারবহির্ভূত হত্যা বন্ধ অন্যতম।
রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকরা বলছেন, বিএনপির এই রূপরেখায় বেশকিছু ভালো দিক থাকলেও, তা সময়োপযোগী নয়। তবে, রাজপথের অবস্থান থেকে এসব প্রস্তাব বাস্তবায়ন সম্ভব নয় বলে মনে করেন তাঁরা।
২৭ দফার মধ্যে জাতীয় ঐকমত্যের সরকার প্রতিষ্ঠার কথা রয়েছে। কিন্তু বিএনপির মতো পরিবারতান্ত্রিক দলের পক্ষে এর বাস্তবায়ন কতোটা সম্ভব, তা নিয়ে সংশয় প্রকাশ করেন এই বিশ্লেষকরা।