জাতির প্রতি দায়িত্বশীল সরকার ক্ষমতায় থাকলে, দেশের উন্নতি হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ভাঙা সুটকেস নিয়ে ক্ষমতায় আসা অর্থপাচারকারীদের দিয়ে দেশের উন্নয়ন হবে কি না, সে সিদ্ধান্ত জনগনকেই নিতে হবে। বুধবার দেশের ৫০ জেলায় শত-সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
করোনা মহামারি আর ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ধাক্বায় বিশ্ব যখন টালমাটাল, তখন সীমিত সম্পদে সব সামাল দিয়েও উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ। এক সাথে শত-সেতু উদ্বোধনের বিশ্বরেকর্ডের পর, এবার বিজয় দিবসের উপহার হিসেবে শত-সড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দুই হাজার কিলোমিটারের বেশি এই সড়ক-মহাসড়ক নির্মাণে খরচ হয়েছে প্রায় ১৫ হাজার কোটি টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সরকার প্রধান বলেন, দেশ ও মানুষের প্রতি দায়িত্বশীল হলে, দেশের উন্নয়ন থেমে থাকে না।
সড়কে নিরাপত্তার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দুর্ঘটনা রোধে চালক ও সহযোগীদের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। তবে সবচেয়ে জরুরি মানুষের সচেতনতা।
পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জেলার উপকারভোগী মানুষের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।